আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাহিত্য উৎসবে অংশগ্রহণ করায় বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির সাথে আমার পরিচয় হয়। সেই থেকে আমি ভাবতে থাকি কি করে বাংলাদেশকে বিশ্বে তুলে ধরবো। অনেক চেষ্টা পরিশ্রম করে আমি তৈরী করি একটি মডিউল এবং প্রতিষ্ঠানের নাম দেই ঢাকা ফেস্টিভাল।
গত ১১-১৩ জানুয়ারী, ২০২০, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় First Bengal Original Cultural Festival 2020, International Seminar on Laleshwari. ঢাকা ফেস্টিভালের পথ চলা সেই থেকে শুরু।
শিল্প-সাহিত্য-সংস্কৃতির উন্নয়ন একক ভাবে সম্ভব নয়, সম্মিলিত ভাবেই এই উন্নয়ন সম্ভব তাই আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি সুখ-শান্তি ও সমৃদ্ধিতে।
মনজুরুল ইসলাম মেঘ
প্রতিষ্ঠাতা
ঢাকা ফেস্টিভাল